আমাদের কথা খুঁজে নিন

   

হয়ত, ভালবাসি তোমায়

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ভালোকি বেসেছিলাম আমি কভু? গানগুলোর বেশি সুরেলা হয়ে ওঠা আমি বুঝেছি, দেখেছি বিকেলগুলোকে আরো রঙিন হতে, তবু বুঝিনা, ভালোকি বেসেছি আমি? চোখ বুঁজে আমি বৃষ্টির গান শুনেছি, বুনেছি স্বপ্ন মেঘের পরে, কত হেসেছি অকারণ, তবু জানিনা সেই কি সে প্রিয়জন। কত কবিতা লিখতে গিয়ে ছিঁড়েছি কাগজ অযথাই, তুমি এলে পরে, কবিতা এলো, তোমার চোখের দৃষ্টি, দেখার পরে। লিখতে গিয়ে নয়ন বুঁজে, নয়ন দেখি লিখি কিযে, যায় হয়ে নাকি কাব্য, প্রিয়া, তুমি প্রিয়তমা কি আমার? আমি পাহাড় দেখিনি, জানিনি মেঘ, পাহাড় সমান ভালবাসিনা, তাই মেঘের পরে বুনিনি ঘর। তবু আজ আকাশে নীল গল্পগুলোকি ভালবাসা? তবে হয়ত, ভালবাসি তোমায়.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.