গান বাঁধার চেষ্টা করি আর ঘুরে বেড়াই... যান্ত্রিক নগরীতে রোবটের পৃথিবীতে কি দাম আছে ? একটি ছেলের অনেক কষ্টে জমিয়ে রাখা এক মুঠো ঘাস ফুলের । কেন ক্ষমার অযোগ্য এই ভুল ? আজ বড় মূল্যহীন এই ফুল । যেখানে সত্যিকারের মানুষ খুজে বেড়ায় প্রত্নতাত্তিকের দল মূল্যবোধ আর মনুষ্যত্ব ঠাই পেয়েছে জাদুঘরের আলমারিতে । সেখানে কাউকে ভালবেসে ছেলেটির চোখে কেন জল আসে ? মনে হয় ছেলেটি পাগল বড় মূল্যহীন তার চোখের জল । আজ এখন এই সময়ে কারও জন্য কিছু করা বোকামি । প্রযুক্তি আর আধুনিকতার যুগে কেউ মরে গেলে কেউ দেখতে আসেনা, ছোট করে মিসকল দেয় । সেখানে মরে যাওয়া বিবেকের লাশ নিয়ে ছেলেটি রাত জেগে বসে থাকে চেষ্টা করে যায় জীবিত করার । ছেলেটি কেন এত বোকা ? তাই তো সে আজ বড় একা । কেউ জানেনা,আমি জানি যান্ত্রিক নগরীতে রোবটের পৃথিবীতে ছেলেটি হয়ত মানুষ ছিল !!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।