আমাদের কথা খুঁজে নিন

   

‘প্রধানমন্ত্রী এসেছেন, তাই ফার্মেসি খোলা’

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার, শাহবাগ, মালিবাগসহ বিভিন্ন এলাকায় ওষুধের মার্কেট ঘুরে ফার্মেসি বন্ধ দেখা গেলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার প্রায় অর্ধ শতাধিক দোকানের সবগুলোই খোলা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএস ফার্মেসির মালিক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুজন মণ্ডলকে বলেন, “আমাদের দুই রকম কথাই বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করতে এসেছেন। এ কারণে আমরা ফার্মেসি খোলা রেখেছি। তা না হলেও আমরাও দোকান বন্ধ রাখতাম।


গত ২৮ সেপ্টেম্বর মিটফোর্ড-বাবুবাজার এলাকার মার্কেটগুলোতে অভিযান চালিয়ে  প্রায় পাঁচ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ও অবৈধ  ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা এবং এক কোটি ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।
এর প্রতিবাদে  বৃহস্পতিবার সারা দেশে এই ধর্মঘট করছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকেও ওষুধের দোকান বন্ধ রাখার খবর পাওয়া গেছে। জরুরি কিনতে আসা রোগী ও তাদের স্বজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সারা দেশে এভাবে অত্যন্ত জরুরি এ সেবা বন্ধ রেখে ধর্মঘট কোনোভাবেই মেনে নেয়া যায় না।

  

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.