আমাদের কথা খুঁজে নিন

   

এমপি রিমির গাড়ি ছিনতাইয়ের চেষ্টা

দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সিমিনি হোসেন রিমির গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছে একটি ছিনতাই চক্র।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে কাপাসিয়ায় যাবার পথে মহাসড়কের মাষ্টারবাড়ি নামক স্থান থেকে একটি গাড়ি ছিনতাই চক্র দুটি মোটরসাইকেল নিয়ে রিমি এমপির গাড়ির পিছু নেয়। একটু সামনে ন্যাশনাল পার্কের সীমানায় যাওয়া মাত্রই ওই ছিনতাই চক্র মোটরসাইকেল নিয়ে এমপি রিমির সংসদ সদস্য স্টিগার সম্বলিত টয়োটা প্রিমিও গাড়িকে বেরিকেট দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে এমপি রিমির গাড়িতে মোটরসাইকেল লাগানোরও চেষ্টা করে।

এতে এমপি রিমি অনেকটা বিচলিত হয়ে দ্রুত গাড়ি নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গিয়ে টহলরত পুলিশকে বিষয়টি জানায়।

এ ব্যাপারে সিমিন হোসেন রিমি এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ঢাকা থেকে কাপাসিয়া যাওয়ার পথে রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের দক্ষিণ সীমানায় পৌঁছামাত্রই দু'টি মোটরসাইকেল আমার গাড়িকে উদ্দেশ্য করে বারবার সামনে পিছনে যাওয়া আসা করতে থাকে। আমি নিশ্চিত ছিলাম মোটরসাইকেল আরোহীরা একটি ছিনতাই চক্রের সদস্য।

তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই এলাকায় প্রায় সময়ই এভাবে কৌশলে মোটরসাইকেল দিয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সাথে লাগিয়ে দেয়। পরে প্রাইভেটকার বা মাইক্রোবাস আরোহীরা গাড়ি থামায়।

গাড়ি থামালে ছিনতাই চক্র প্রাইভেটকার ও মাইক্রোবাসটি ছিনতাই করে নেয়।

এমপি রিমি বলেন, মোটরসাইকেল আরোহীরা ফেনসিডিলের মত কি যেন খাচ্ছিল। আমার গাড়ি চালক তখন তাদেরকে এড়িয়ে দ্রুত রাজেন্দ্রপুর চেৌরাস্তায় টহলরত পুলিশের কাছে গিয়ে রাখলে আমি পুলিশকে ঘটনাটি জানাই।

এব্যাপারে গাজীপুরের এএসপি শাহরিয়ার আল মামুন জানান, এমপি সাহেব আমাদেরকে লিখিতভাবে কোন কিছু জানায়নি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এমপি রিমি আমাকে ফোনে জানালে আমি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।

কিন্তু গিয়ে দেখে ছেলেগুলো লোকাল তবে একটু বখাটে। তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, কোন ছিনতাইয়ের ঘটনা ঘটায়নি। তবে বখাটে ওই ছেলেদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল হোতাপাড়া ফাঁড়ির পুলিশ আটক করে রেখেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.