উপমহাদেশ, কোন দিকে যাচ্ছ, ও ধার্মিক?
ওই দেশে (গুজরাত-আহমেদাবাদ) তখন (২০০২) দাঙ্গা বাঁধিয়ে নরেন্দ্র মোদি ভারতীয় সংখ্যালঘু মুসলমান (মানুষ) হত্যা করাইল, সেই মোদি আজ ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তার মানে সানসাইন ভারতের একটা অংশের লোকেরাই তাকে প্রার্থিতা দিয়েছে।
আমাদের দেশেও যারা (সংখ্যালঘু)হিন্দু-বৌদ্ধ (মানুষ) হত্যা-উৎখাতে ভূমিকা রেখেছে ও রাখে, তারাও গণভোট পেয়ে পার্লামেন্টে আসে বা আইন পরিষদের সদস্য হয়।
মজার কথা, নিজেকে অসাম্প্রদায়িক 'শো' করার জন্যে মোদি তার এক ভাষণে বলেছেন, 'পাশ করলে ভারতে মন্দিরের চেয়ে টয়লেট বানাব বেশি।' তার এই কথায়, ভারতীয় ক্ষমতাসীন দল কংগ্রেস সমালোচনা করেছে।
উপমহাদেশ, কোন দিকে যাচ্ছ, ও ধার্মিক?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।