আমাদের কথা খুঁজে নিন

   

উপমহাদেশ ও বাংলা চলচ্চিত্রে যা কিছু প্রথম

বুকের ভেতর বহু দূরের পথ... উপমহাদেশের চলচ্চিত্রে যা কিছু প্রথম: # উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা, বিজ্ঞাপনচিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রদর্শক: হীরালাল সেন (১৮৬৬-১৯১৭) হীরালাল সেন # উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ((নির্বাক): রাজা হরিশ চন্দ্র (১৯১৩ সালের ৩ মে)-দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে রাজা হরিশ চন্দ্র ছবির একটি দৃশ্য রাজা হরিশ চন্দ্র চলচ্চিত্রটির ইউটিউব লিংক রাজা হরিশ চন্দ্রের র‌্যাপিডশায়ার ডাউনলোড লিংক (সৌজন্যে: সিনেমা পিপলস) # প্রথম পূর্ণাঙ্গ বাংলা চলচ্চিত্র (নির্বাক): বিল্বমঙ্গল (১৯১৮ সালের ৮ নভেম্বর)-রুস্তমজী দুতিয়াল # উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র (সবাক): আলম আরা (১৯৩১ সালের ৩১ মার্চ)-এ এম ইরাণী # প্রথম পূর্ণাঙ্গ বাংলা চলচ্চিত্র (সবাক): জামাই ষষ্ঠী (১৯৩১ সালের ১১ এপ্রিল)- অমরেন্দ্রনাথ চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্রে যা কিছু প্রথম: # প্রথম বাঙ্গালি চলচ্চিত্র নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা, বিজ্ঞাপনচিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রদর্শক: হীরালাল সেন # প্রথম বায়োস্কাপ প্রদর্শনী: ১৭ এপ্রিল ১৮৮৯, ঢাকার ক্রাউন থিয়েটারে # প্রথম প্রেক্ষাগৃহ: পিকচার হাউজ (শাবিস্তান), ঢাকা, ১৯১৩-১৪ # প্রথম স্বল্পদৈর্ঘ্য চিত্র (নির্বাক): সুকুমারী (১৯২৭-২৮, পরিচালক-অম্বুজ গুপ্ত) # প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র (নির্বাক): দি লাস্ট কিস বা শেষ চুম্বন (১৯৩১, পরিচালক-অম্বুজ গুপ্ত) দ্যা লাস্ট কিসে'র নায়ক খাজা আজমল আর নায়িকা লোলিটা # প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র (সবাক): মুখ ও মুখোশ (১৯৫৬, পরিচালক- আবদুল জব্বার খান) # প্রথম তথ্যচিত্র: ইন আওয়ার মিডস্ট (১৯৪৮, পরিচালক- নাজীর আহমদ) # প্রথম বাঙ্গালি মুসলমান চলচ্চিত্রকারঃ কাজী নজরুল ইসলাম- ধ্রুব (১৯৩৪) # প্রথম বাঙ্গালি মুসলমান চলচ্চিত্র প্রদর্শক: মির্জা আবদুল কাদের সরকার, (লায়ন সিনেমা, ঢাকা) # প্রথম বাঙ্গালি মুসলিম অভিনেত্রী: মিস রোকেয়া আহমদ (ওয়ান্ডারিং ড্যান্সার, ১৯৩০-৩১, লাহোর) # প্রথম নারী চিত্রপরিচালক: রেবেকা (বিন্দু থেকে বৃত্ত, ১৯৭০) # প্রথম নারী সংগীত পরিচালক পরিচালক: ফেরদৌসী রহমান (রাজধানীর বুকে ছবিতে যৌথভাবে রবিন ঘোষের সঙ্গে, ১৯৬০) # প্রখম চলচ্চিত্র পত্রিকা: মাসিক সিনেমা (১৯৫০) # এফডিসি প্রতিষ্ঠিত হয়: ৩ এপ্রিল, ১৯৫৭ # ফিল্ম আর্কাইভ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়: ১৯৭৮ # এফডিসির প্রথম ছবি: আসিয়া (৪ নভেম্বর ১৯৬০, পরিচালক ফতেহ লোহানী) # প্রথম রঙ্গিন চলচ্চিত্র: সংগম (১৯৬৪, পরিচালক- জহির রায়হান) # প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র: বাহানা (১৯৬৫,পরিচালক- জহির রায়হান) # প্রথম আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ছবি: জাগো হুয়া সাভেরা (উর্দু), মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৫৯ সুতরাং (বাংলা), ফ্রাঙ্কফুট এশীয় চলচ্চিত্র উৎসব ১৯৬৫ # প্রথম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র: লাঠিয়াল (১৯৭৬) (তথ্যসূত্র: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস-অনুপম হায়াত)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.