বাংলার মুকুটহীন নবাব খ্যাত প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন স্মরণে তার জন্মভূমি জামালপুরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভাটি হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেলওয়ার হায়দার। সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বজলুর রহমান। সভা পরিচালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী। সভার শুরুতে প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা প্রয়াত আনোয়ার হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চলচ্চিত্রাভিনেতা প্রয়াত আনোয়ার হোসেনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, প্রবীণ সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা, কবি সায্যাদ আনসারী, মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল প্রমুখ। স্মরণ সভা শেষে নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি প্রজেক্টরের মাধ্যমে পরিবেশন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।