কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে পুলিশ-জনতার সংঘর্ষে সাত পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল বিকালে উপজেলার টান সিদলা গ্রামের ফসলি জমির ওপর দিয়ে আমজাইন ফিসারি ঘাট থেকে হালুয়াপাড়া পর্যন্ত নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ঘের সৃষ্টি হয়।
নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমির আইল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ ১১ জন আহত হয়েছেন। তারা হলেন উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের হাবিবুর রহমান, রমজান আলী, গর্ভবতী ফরজানা বেগম, সুমন মিয়া, লাইলি বেগম, হারুন মিয়া, নবী হোসেন, আইয়ুব আলী, তাসলিমা খাতুন, রমিজা বেগম, আমির হোসেন।
আইয়ুব আলী তার ধানি জমিতে আইল বাঁধতে যান। পাশের জমির মালিক একই গ্রামের হাবিবুর রহমান বাধা দেন। এ নিয়ে দুজনের কথাকাটাকাটির একপর্যায়ে তাদের পরিবারের লোকজন দা-কুড়াল-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।