আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে বাস-নসিমন সংঘর্ষে তিন কিশোর নিহত

যশোরে বাস-নসিমন সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। বেনাপোলে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন শার্শা উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহাজালাল উদ্দীন বাবু। এছাড়া পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন।

যশোর : যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। তারা হলেন নসিমন যাত্রী আবদুল গফুর, হাবিবুর রহমান ও চালক র'বেল হোসেন। এদিকে, বেনাপোল-যশোর সড়কের নাভারন বাজারে বিকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ইজিবাইক যাত্রী শার্শা উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহাজালাল উদ্দীন বাবু। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন পঞ্চগড় : আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আয়শা স্বামী নুর মোহাম্মদ। স্বামীর সঙ্গে সাইকেলে বাবার বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে সিএনজি অটোরিকশা উল্টে চালক সারোক মিয়া নিহত এবং তিনজন গুরুতর আহত হন। উপজেলার শশই নামক স্থানে মঙ্গলবার রাতে অটোরিকশাটি বিপরীত দিকে থেকে আসা মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে উল্টে খাদে পরে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস এলাকায় গতকাল বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক হকার নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : শহরের অক্টর মোড়ে মঙ্গলবার রাতে মিনিবাসের ধাক্কায় আহত স্কুলশিক্ষক সারওয়ার'ল ইসলাম গতকাল রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের ছয় রশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.