আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে পাকিস্তান থেকে আসা ৮ কেজি হোরোইনের 

সিলেটে পাকিস্তান থেকে ডাকযোগে আসা ৮ কেজি হেরোইনের একটি চালান আটক করেছে কাস্টমস বিভাগ। গতকাল রাসায়নিক পরীক্ষার মাধ্যমে আটক পাউডারগুলো উন্নতমানের হেরোইন বলে শনাক্ত করা হয়েছে। সিলেট কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে চার ব্যক্তির নামে ৭ কেজি ৯৫০ গ্রাম ওজনের চারটি প্যাকেট আসে। ডাকযোগে হেরোইন আসতে পারে এমন আগাম সংবাদ কাস্টমস কর্মকর্তাদের কাছে থাকায় তারা প্যাকেটগুলো খুলে ভেতর থেকে সাদা পাউডার ভর্তি ৪৪২টি মিনি প্যাকেট উদ্ধার করেন। পরে পাউডারগুলো পরীক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হয়। গতকাল বিকাল ৪টায় ঢাকাস্থ মাদক নিয়ন্ত্রণ অধিদফতর থেকে জানানো হয় উদ্ধারকৃত পাউডারগুলো উন্নতমানের হেরোইন।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার জুয়েল আহমদ জানিয়েছেন, পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে ওই চালানটি উন্নতমানের হেরোইনের। তিনি জানান, তদন্তের স্বার্থে হেরোইনের প্রাপকদের নাম গোপন রাখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.