বাসচাপায় নেত্রকোনায় চার মোটরসাইকেল আরোহী এবং নাটোরে স্কুলগামী দুই শিশু নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাঙামাটি, গাইবান্ধা ও গোপালগঞ্জে নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর_
নেত্রকোনা : নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া নামক স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চার মোটরসাইকেল আরোহী। তারা হলেন সোলেমান, জারিয়ার স্বপন, এখলাস মিয়া ও রাজন। সকালে মোহনগঞ্জগামী একটি বাস কান্দুলিয়া নামক স্থানে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নাটোর : নাটোর-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়ার গাঁওপাড়া ঢালানে মাইক্রোবাসের চাপায় গতকাল দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতরা হলো সেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তৃষা ও বর্ষা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। রাঙামাটি : পুলিশের গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে সুজন মলি্লক নামে এক যুবক নিহত হয়েছেন। শহরের পুলিশ লাইন এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকায় গতকাল ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রবিউল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ : কোটালীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজিম নামে একজন নিহত ও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন আশিক ও রায়হান। গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ি নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।