আমাদের কথা খুঁজে নিন

   

নতুন করে ঢেলে সাজানো হচ্ছে পিএসসি

নতুনভাবে ঢেলে সাজানো হবে কর্মকমিশন সচিবালয়কে (পিএসসি)। বর্তমান চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটিতে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেবে সরকার। আর নতুনদের নিয়োগের মধ্য দিয়েই পিএসসিকে ঢেলে সাজানো হবে বলে জানা গেছে।

জানা গেছে, পিএসসির দুই সদস্যের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী এক মাসের মধ্যে। অপর একজনের মেয়াদ শেষ হবে জুন মাসে। জুলাই মাসে চাকরির মেয়াদ শেষ হচ্ছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানেরও। এ ছাড়া অন্য ৯ জনের মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ শেষ হবে আরও দুই সদস্যের। সব মিলিয়ে পিএসসির ১৩ সদস্যের মধ্যে চেয়ারম্যানসহ ছয়জনেরই মেয়াদ শেষ হচ্ছে খুব শীঘ্রই। এ অবস্থায় কাজের গতি হারিয়ে ফেলেছে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানটি। বরং যাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে তারা এখন ব্যস্ত পুনঃনিয়োগের তদবিরে। মজার বিষয় হচ্ছে, পিএসসির ওয়েবসাইটে চেয়ারম্যানসহ সদস্যদের চাকরিতে যোগদান ও মেয়াদ শেষের তারিখ উল্লেখ করে তথ্য থাকার কথা থাকলেও যাদের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে তাদের সম্পর্কে কোনো তথ্য নেই।

পিএসসির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চেয়ারম্যান এবং অপর সদস্যদের মধ্যে শুধু চেয়ারম্যান একরাম আহমেদ, সদস্য সৈয়দ হাসিনুর রহমান, মো. লিয়াকত আলী খান এনডিসি, মো. ওয়াজেদ আলী খান, অধ্যাপক ড. শরীফ এনামুল হক, তোফাজ্জল হোসেন তালুকদার ও সমর চন্দ্র পালের পিএসসিতে যোগদানের তারিখ উল্লেখ রয়েছে। বাকি ছয়জনের যোগদান সম্পর্কে কোনো তথ্য নেই। তার পরপরই এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, অন্তত তিনজন সদস্যের মেয়াদ শেষ হচ্ছে খুব শীঘ্রই। এর মধ্যে এক নম্বর সদস্য অধ্যাপক রাশিদা বেগমের চাকরি মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ মার্চ। ১৪ এপ্রিল শেষ হচ্ছে অধ্যাপক এমরান কবির চৌধুরীর। আগামী জুনে শেষ হচ্ছে আরেক সদস্য মো. মনিরুল ইসলাম তালুকদারের। এ ছাড়া চলতি বছরের ২৯ জুলাই শেষ হবে পিএসসি চেয়ারম্যান একরাম আহমেদ ও সদস্য সৈয়দ হাসিনুর রহমানের মেয়াদকাল। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে লিয়াকত আলী খানের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের চাকরির মেয়াদ আছে অল্প দিন তারা কৌশলে তাদের যোগদানের তারিখ পিএসসির ওয়েবসাইট থেকে মুছে ফেলেছেন। তারা এখন ব্যস্ত আছে নানামুখী তদবিরে। পুনঃনিয়োগ পেতে পিএসসির এই পুরনো সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির একজন কর্মকর্তা বলেন, এখন পিএসসিতে তেমন কোনো কাজ হচ্ছে না। বরং একাধিক সদস্য দৌড়ঝাঁপ করছেন পুনঃনিয়োগ পাওয়ার জন্য। যার ফলে সদস্যদের ব্যক্তিগত ব্যস্ততার কারণে কাজের গতি কমে গেছে পিএসসিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.