প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।
সম্রাজ্ঞী
-আবু জাঈদ
আপনাকে বলছি লালায়িত সম্রাজ্ঞী --
একদিন তাজা রক্তে মিলেমিশে একাকার হবে আপনার মুকুটের রক্তজবা
সাদা পালকের ফুরফুরে কেশাগ্রে মিশে যাবে জনতার ঘাম
আপনি হবেন সুখী কাঠুরিয়ার জামা সন্ধানকারী উদ্ভ্রান্ত মানবী
বুকের পচনধরা মাংসপিণ্ডের ঘা চেটে দেবে অভুক্ত নেড়ি কুকুর
কুড়ি দিনে গলা টিপে মেরে ফেলা শিশুর আত্মা ভর করবে ঐ বেঁকে যাওয়া মেরুদণ্ডে
নর্দমার হৃদয় ছুঁয়ে আসা কেঁচো মেশানো এক ফোঁটা ওয়াসার পানির জন্যে আর্তনাদ করবে কণ্ঠনালী
ধিক্কারে ধিক্কারে অবশ হয়ে আসবে দুই চোখের ফ্যাকাসে মনি
বর্বরতার প্রতীক গণভবন নামক প্রাসাদে শুরু হবে স্বরণকালের ভয়াবহ শিলা ঝড়
আশেপাশে লেজ নাচিয়ে ঘুড়তে থাকা বুদ্ধিজীবী ছাগলের পাল মুখ ফেরাবে।
সেদিন আমাদের কথা মনে করবেন সম্রাজ্ঞী
একবার ক্ষমা চেয়ে ফিরে আসবেন এই নিপীড়িত জনতার বুকে
কথা দিলাম ষোল কোটি বুকের সবচেয়ে উষ্ণ স্থানে ঠাই দেব আপনাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।