প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে? তত্ত্বাবধায়কের অধীনে হবে, নাকি অন্য উপায়ে? আমি তাদের কিছু বলতে পারি না। এখন প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে কুষ্টিয়ার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন। মনে হয় আগামী নির্বাচনও সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে করবে।
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাবি সাংবাদিকতা অ্যালমনাই অ্যাসোসিয়েশন এ সংবর্ধনার আয়োজন করে। তিনি বলেন, আগে আমাকে অনেকে ফোন করে জানতে চাইতেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি কয়টি এবং আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করবে। কিন্তু এখন ফোন করে তারা জানতে চান নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টি আসনে বিজয় লাভ করবে। প্রথিতযশা এ সাংবাদিক বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে আন্দোলন হচ্ছে। লংমার্চ হচ্ছে। কিন্তু এর পরেও সরকার এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। তিনি বলেন, সাংবাদিকতা প্রযুক্তিগত দিক থেকে অনেকদূর এগিয়েছে। কিন্তু পেশাদারিত্বের দিক থেকে তেমন এগিয়েছে বলে আমার মনে হয় না। এর কারণ আমাদের প্রবীণ সাংবাদিকরা নবীনদের সহযোগিতা করে না আর নবীনরা প্রবীণদের কাছ থেকে শিখতে চায় না।
দেশবরেণ্য এ সাংবাদিক আরও বলেন, এখন অনেক পত্রিকার সংবাদ দেখলে সাহিত্য মনে হয়। অনেক সময় খেলার সংবাদ এমনভাবে লেখা হয় যে, পাঠক পুরো সংবাদ পড়েও খেলার ফলাফল কী তা জানতে পারে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রেডিও টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ইনডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, বৈশাখী টেলিভিশনের সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এবিএম মূসার উদ্দেশে অভিনন্দনপত্র পাঠ করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। এতে প্রবীণ এ সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা মূসা ভাইয়ের কাছ থেকে ব্যবহারিক সাংবাদিকতা শিখেছি। তিনি সাংবাদিকতা জগতের পথপ্রদর্শক হয়ে থাকবেন। উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, এবিএম মূসা শুধু সাংবাদিকতা পেশার মাধ্যমে নয়, নীরবে-নিভৃতে সমাজসেবার কাজ করে গেছেন। তিনি ঢাবির জন্য ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার দুটি বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী উপকৃত হবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।