মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ জামায়াত-বিএনপির কোনো আসামি গ্রেফতার না করায় গতকাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। দুপুরে গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সংগ্রাম রক্ষা কমিটির আহ্বায়ক আক্তার আলী কচি খান জানান, গত বছরের ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে মকরমপুরে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। অপরদিকে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত না করার অভিযোগে সব অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। তবে বড়াইগ্রামের ইউএনও সৈয়দ ইরতিজা আহসান এ অভিযোগ অস্বীকার করেছেন। বনপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানেই মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করা হয়নি। এ সময় উপস্থিত ছিলেন, আবুল খায়ের, হযরত আলী, ডা. মসলেম উদ্দিন, আবদুস সাত্তার, জিন্নাত আলী প্রমুখ।
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লাসিক আইডিয়াল স্কুলে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের ব্যানার বা দাওয়াত নামায় স্বাধীনতা দিবস লেখা বা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়নি। তবে সাংবাদিকদের উপস্থিতির পর দুপুরে জাতীয় পতাকা উত্তোলন করে কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ব্যানার বা দাওয়াত নামায় ভুল বশত স্বাধীনতা দিবস লেখা হয়নি। ইউএনও আশফাকুল হক চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।