সাদা পাজামা-পাঞ্জাবি। রূপালি চুল। ক্রিমসেক দাড়ি। হাতে দামি ঘড়ি। ইনি নরেন্দ্র মোদী। মুখে ভারত নির্মাণের স্বপ্ন নিয়ে নিজের ভোট ফেরি করে বেড়াচ্ছেন। আজ পা দিচ্ছেন কলকাতায়। বিকালে ধর্মতলার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সমাবেশে হাজির হচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদী ছাড়া দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন, তবে মূল বক্তা মোদীই।
মোদীর সভাকে ঘিরে হিন্দুত্ববাদীদের প্রস্তুতিকে করপোরেট লেভেলের প্রস্তুতির সঙ্গে তুলনা করা চলে। সমাবেশ উপলক্ষে ব্রিগেডে তিনটি বিশাল মঞ্চ করা হয়েছে। মাঝেরটিতে মোদীসহ কেন্দ্রীয় নেতৃত্ব, বাকি দুটি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের জন্য। মঞ্চের সামনে প্রথম সারিতেই বসবেন অনলাইনে নাম বুক করা সমর্থকরা। কলকাতার এই সভাকে ঘিরে মানুষের মধ্যেও উৎসাহের ভাটা কম নেই। জানা গেছে, অফিস ছুটি নিয়েই মোদীর সভায় আসতে চলেছেন সল্টলেকের তথ্যপ্রযুক্তি সেক্টরের কর্মীরা। শহরের চা বিক্রেতাদের একটা বড় অংশকেও দাওয়াত করা হয়েছে এই জনসভায়। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা স্বয়ং চা বিক্রেতাদের দাওয়াত দিয়েছেন। কলকাতাবাসী অবশ্য মন্তব্য করেছেন মোদী চা বিক্রেতা ছিলেন বলেই এই দাওয়াত।
পশ্চিমবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি না হলেও লোকসভার ভোটকে সামনে রেখে মোদীর সমাবেশকে ঘিরে প্রচারেও আনা হয়েছে নতুনত্ব। শহর কলকাতার রাস্তা ছেয়ে গেছে বড় বড় হোর্ডিং-এ। এর পাশাপাশি চলছে মোদীর মুখোশ পরে প্রচার, ছোট ছোট সভা। প্রচার চলছে ফেসবুক, টুইটারেও। মোদীর সভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। জনসভাকে কেন্দ্র করে অাঁটসাঁট নিরাপত্তা বলয়ের আয়োজন করেছে প্রশাসন। এরই মধ্যে গুজরাটের বিশেষ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) দলও কলকাতায় এসেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।