আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে]

ভালো থাকার চেষ্টা করি সদা ১ মনে বড়ই তোকে পাওয়ার সাধ আজ থেকে পিংকি- চিংকি সব বাদ। ২ ফাগুন হাওয়া বনে জ্যোৎস্না আগুন মনে। ৩ চিঠির উওর দিয়েছিলি দেখাই্যয়া জুতার হিল ভাইঙ্গা তুই দিয়েছিলি এক টুকরো দিল। ৪ তুই ছাড়া কেহ নাই আল্লাহর এই জমিনে তবুও তুই পেরেক ঠুঁকলি আমার মনের কফিনে। ৫ মন তো চায় তোকে নিয়ে যাই চাঁদের দেশে কিন্তু সপ্ন মাঝেও তোর বাবা সামনে দাঁড়ায় কেহেরমানের বেশে।

৬ তোর মনের বিলে ফুটামু নীল পদ্ম তোকে নিয়েই আমার জ্যোৎস্না পদ্য। ৭ হাঁটছি তোর পিছে ভালোবাসাটা নয় মিছে। ৮ দে না তোর মনে একটু ঠাঁই সাগর পারে পাশাপাশি হাঁটতে চাই। ৯ কবির কাব্য মন্দ না মেয়ের নাম চন্দনা। ১০ বললি তুই বন্ধু হতে তোর হতে চাই তোর মন চোর।

বিঃদ্রঃ উপরের অনুকাব্য গুলা পই্যরা প্রভাবিত হবেন না, তবুও প্রভাবিত হইয়া যদি দিলে চোঁট পান বালক দায়ী না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।