চট্টগ্রামের লালখানবাজার জমিয়াতুল উলুম আল মাদ্রাসায় আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রের হাতের কবজি উড়ে গেছে। আহত হয়েছে অন্তত পাঁচ শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীরা হলো হাবিবুর রহমান, আবদুল করিম, আবদুল মান্নান, আমান উল্লাহ ও জব্বার।
মাদ্রাসার দারুল এবতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত ছাত্রদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসার কর্তৃপক্ষ। তবে হাসপাতালে গিয়ে এ ধরনের কোনো রোগীর খোঁজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে জমিয়াতুল উলুম আল মাদ্রাসার দারুল এবতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ছাত্রের হাতের কবজি উড়ে গেছে ও অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া ওই কক্ষের জানালার গ্রিল উড়ে গেছে ও সিলিংফ্যান বাঁকা হয়ে গেছে।
ওই মাদ্রাসার ছাত্র জহিরুল ইসলামের দাবি, সকালে আইপিএস বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে।
এদিকে মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী দাবি করেন, কম্পিউটারের ইউপিএস বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুর রউফ বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ একবার আইপিএস বিস্ফোরণের কথা বলছে, আরেকবার ইউপিএস বিস্ফোরণের কথা বলছে। তবে আইপিএস বা ইউপিএস বিস্ফোরণ হয়েছে প্রাথমিকভাবে তা মনে হচ্ছে না।
বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আছে। তদন্তের পর এ বিষয়ে বলা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।