আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ কলাপাড়া রণক্ষেত্র

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন গুরুতর জখম হয়েছে। গতকাল বিকালে উপজেলার মৎস্যবন্দর আলীপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কবির, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা শের এ আলম (৪৫), লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম হাওলাদার (৪৫), মানবাধিকার কর্মী দুলাল মুসলি্ল (৪৩) ও যুবলীগ নেতা মো. নজরুল (৩৫)। অন্যদিকে বিএনপির আহতরা হলেন ছাত্রদল কর্মী মো. আল-আমিন (২৩), মো. ছোটন (২৫), মো. জসীম (২১), মো. আল-আমিন (২৫)।

আওয়ামী লীগ নেতাদের গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশসহ বিএনপির আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় হামলা-পাল্টা হামলা ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি চলাচলসহ দোকানপাট বন্ধ হয়ে যায়। এ ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দায়ী করেছে।

সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে কলাপাড়া থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান জানান, তৃতীয় সমুদ্রবন্দর মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় তারা বিকালে আনন্দ মিছিল বের করেন। এ সময় বিএনপি অফিসের ছাদ থেকে তাদের মিছিলে আচমকা শত শত ইট এবং বোতল ছুড়ে মারলে তাদের নেতা-কর্মীরা আহত হয়। অন্যদিকে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসলি্ল জানান, তাদের অফিসে দলীয় সভা চলছিল। এ সময় ছাত্রলীগ-যুবলীগ মিছিল করে তাদের ওপর হামলা চালায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.