রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সোমবার সকালে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তাঁর পদত্যাগপত্রটি জমা দেন। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে নুরুল হুদা জানান, ‘শারীরিক অসুস্থতা’র কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে রাজউক-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট প্রকল্প নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণেই তিনি পদত্যাগ করেছেন। ২০০৯ সালের ৩০ মার্চ নুরুল হুদা রাজউকের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। অতিরিক্ত সচিব পদমর্যাদায় তিনি তাঁর দায়িত্ব পালন করছিলেন। মেয়াদ পূর্ণ হওয়ার পর দুই দফায় তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।