বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মন্ত্রিসভার চার সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বাকিরাও দেবেন জানিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রপতি ফিরলে পদত্যাপগত্রগুলো তার কাছে দেয়া হবে।
নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিমানমন্ত্রী রুহুল আমীন হাওলাদার, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পদত্যাগপত্র এরশাদের হাতে তুলে দিয়েছেন।
এরশাদর স্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন জানিয়ে হাওলাদার বলেন, সাবেক ফার্স্টলেডি পদত্যাগপত্র দিতে আসছেন।
বাকি দুজন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে টেলিফোন করে পদত্যাগপত্র দিতে বলা হয়েছে বলে দলীয় মহাসচিব জানান।
গত মঙ্গলবার এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এই দুজন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন।
ওই বৈঠকের পর আওয়ামী লীগ নেতারা বলেছিলেন, জাতীয় পার্টি তাদের সঙ্গেই রয়েছে।
এর একদিন বাদেই এরশাদ তার দলের মন্ত্রীদের পদত্যাগ করতে বলেন।
রওশন, হাওলাদার ও চুন্নু দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মন্ত্রী রওশন ও রুহুল আমীনের গাড়িতে এই সময় জাতীয় পতাকা ছিল না।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে তারা বারিধারায় এরশাদের বাড়িতে যান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নাটকীয় ঘোষণার পর থেকে ওই বাড়িতে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে।
এরশাদের এই সিদ্ধান্ত ‘অন্তর্ঘাতমূলক’ বললেও আওয়ামী লীগ নেতারা নির্বাচনে জাতীয় পার্টিকে পাওয়ার আশা এখনো ছাড়ছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।