প্রযুক্তিপণ্যবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের কর্মকর্তা অ্যালবার্ট পেনেলো সম্প্রতি টোকিও গেইম শোতে নিশ্চিত করেছেন, তাদের গেইমিং কনসোলটির এইচডিএমআই ইনপুট যে কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে, এমনকি প্লেস্টেশন ৪-এর সঙ্গেও। তবে তিনি এমনটা না করারই পরামর্শ দিয়েছেন।
পেনেলো জানিয়েছেন, এমনটা করলে তা গেইমারদের জন্য খুব সুখকর কোনো অভিজ্ঞতা হবে না।
কেন হবে না, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এনগ্যাজেট জানিয়েছে, অডিও কিংবা ভিডিওর জন্য এক্সবক্স ওয়ানের এইচডিএমআই পোর্ট ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। কিন্তু গেইমের জন্য প্লেস্টেশন ফোর ইনপুট করলে সমস্যা হবে, এমনটাই জানিয়েছে এনগ্যাজেট। এতে কারিগরি সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।