সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বিক্রির ক্ষেত্রে এক্সবক্স ওয়ান মাইলফলক সৃষ্টি করেছে বলে দাবি করেছে মাইক্রোসফট। ১৩টি দেশে মুক্তির প্রথম দিনেই অধিকাংশ বিক্রয়কেন্দ্র থেকে ফুরিয়ে গেছে ডিভাইসটি।
অন্যদিকে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনির প্লেস্টেশন ৪ সম্প্রতি বাজারে এসেছে।
সনি জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারে আসার ২৪ ঘণ্টার মধ্যেই পিএস৪ ১০ লাখ কপি বিক্রি হয়েছে। নভেম্বরের ২৯ তারিখ থেকে পিএস৪ ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার বাজারেও পাওয়া যাবে। তারপর জাপানের বাজারেও পিএস৪ বিক্রি করা হবে বলে রয়টার্সকে জানিয়েছে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রে পিএস৪-এর মূল্য নির্ধারিত হয়েছে ৩৯৯ মার্কিন ডলার। অন্যদিকে এক্সবক্স ওয়ান কিনতে খরচ পড়বে ৪৯৯ মার্কিন ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।