এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, মার্চের ১১ তারিখে অনলাইনে আসছে বিশেষভাবে মাইক্রোসফটের জন্য ইলেকট্রনিক্স আর্টসের তৈরি গেইম টাইটনফল। এক্সবক্স ওয়ানকে আপডেট করার পেছনের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে কনসোলটিকে আসন্ন ফার্স্ট-পার্সন শুটার গেইম টাইটানফলের জন্য উপযোগী করে তোলা।
মাইক্রোসফট মঙ্গলবার এক ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন ইন্টারফেইসে ব্যবহারকারীরা ম্যাচম্যাকিং, পার্টি চ্যাট ও ফ্রেন্ডস ফিচার ধরনের সুবিধা পাবেন। ব্যবহারকারীর ফ্রেন্ডলিস্ট নতুন আপডেটে ফ্রেন্ডস অ্যাপের হোমপেইজে নিয়ে আসা হয়েছে। গেইমার দ্বিতীয় পক্ষের সঙ্গে একই গেইম খেলার সময় বাই ডিফল্ট চ্যাট অডিও চালু হয়ে যাবে এবং একই গেইম না খেললেও গেইমাররা চাইলে পরস্পরের সঙ্গে চ্যাট করতে পারবেন।
এছাড়াও খেলার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানানো ও যাদের সঙ্গে গেইমার সম্প্রতি খেলেছেন সেসব এক্সবক্সের সদস্যরা অনলাইনে থাকলে আপডেটটির বদৌলতে তাদের লিস্টও দেখতে পারবেন গেইমার। আপডেটটিতে লাইভ স্ট্রিমিং দেখার জন্য গেইম স্ট্রিমিং অ্যাপ ‘টুইচ’ যোগ করা হয়েছে। ভলিউম নিয়ন্ত্রণ, স্মার্টগ্লাসের মাধ্যমে পাওয়া এক্সবক্স লাইভ মেসেজের নোটিফিকেশনসের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। ১১ তারিখ থেকেই উইন্ডোজ ও এক্সবক্স ওয়ান ব্যবহারকারীরা টাইটানফল খেলার সুযোগ পেলেও এক্সবক্স ৩৬০ ব্যবহারকারীরা ২৫ তারিখের আগে গেইমটি খেলতে পারবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।