এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের প্রায় ৩০০ বিক্রয় কেন্দ্র ও ১০০ টেসকো স্টোরে গেইমারদের জন্য ছাড়া হয়েছে ডিভাইসটি।
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে উন্মোচন করা হয়েছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৪। ক্রিসমাসের সময়ই মাইক্রোসফট ও সনির মাঝে অধিপত্য অর্জনের লড়াইটি দেখা যাবে।
ধারণা করা হচ্ছে এক্সবক্স ওয়ানের জন্য প্রায় ৫১৪ ইউরো ও সনির প্লেস্টেশন ৪ কিনতে ৪১৮ ইউরো ব্যয় করতে হবে যুক্তরাজ্যে।
গেইমিং কনসোলটি টিভি বিনোদনের হাব হিসেবে কাজ করবে বলে আশা করছে মাইক্রোসফট। এটি কেবল ও স্যাটেলাইট সেট-টপ বক্সের কন্ট্রোলার হিসেবে কাজ করবে। ডিভাইসটির মাধ্যমে স্কাইপ কলও করা যাবে।
প্লেস্টেশনের তুলনায় ব্যয়বহুল এক্সবক্সের সঙ্গে থাকছে একটি বান্ডল কাইনেক্ট। এই কাইনেক্টটি প্রথম জেনারেশনের ডিভাইটির থেকে বেশি কার্যকর বলে জানিয়েছে বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।