আমাদের কথা খুঁজে নিন

   

তারায় তারায় খচিত ‘নকশা মিলনমেলা’

প্রথম আলোর জীবনযাপন-বিষয়ক আয়োজন নকশার ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ ‘নকশা মিলনমেলা’ অনুষ্ঠানের আয়োজন করা হয় সোনারগাঁ হোটেলের বলরুমে। নকশার ১৫ বছরের যাত্রায় যাঁরা সঙ্গী ছিলেন, তাঁদের সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠতেই এ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় প্রায় সব তারকার উপস্থিতিতে রীতিমতো তারকামেলায় পরিণত হয় ‘নকশা মিলনমেলা’।

অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন রুনা লায়লা, চম্পা, দিতি, কবরী সরয়ার, দীপা খন্দকার, নিপুণ, নকিব খান, দিনাত জাহান মুন্নী, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ফাহমিদা নবী, বিপ্লব, এস আই টুটুল, বিপাশা হায়াত, নুসরাত ইমরোজ তিশা, বিদ্যা সিনহা মীম, জয়া আহসান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো।

মাশিয়াত, মেহজাবিনসহ একঝাঁক মডেল র‌্যাম্পে হেঁটে গ্রীষ্ম, বর্ষা, শরত্, হেমন্ত, শীত ও বসন্ত ঋতুকে তুলে ধরেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেছে বর্তমান সময়ের জনপ্রিয় গানের দল জলের গান। আরও গান গেয়েছেন তরুণ সংগীতশিল্পী তানভীর আলম সজীব। ১৩ সদস্যের কয়ার বাংলা গানের দল নিয়ে মঞ্চে ওঠেন তিনি। কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়াই অপূর্ব সুরের মাধুর্য ছড়িয়ে দেয় কয়ার বাংলা।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মঞ্চে ডেকে আনা হয় চম্পা, শারমীন লাকী, বিদ্যা সিনহা মীম, ফেরদৌস, জয়া আহসান, এস আই টুটুল, শায়না আমিনসহ আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে। তাঁরা সবাই নকশার প্রশংসা করার পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালক সুমনা শারমীনের মজার মজার সব প্রশ্নের উত্তর দেন।

সবশেষে মঞ্চে বক্তব্য দেন ‘প্রথম আলো’র সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে সুমনা শারমীন, কানিজ আলমাসসহ নকশার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। লাক্স নিবেদিত ‘নকশা মিলনমেলা’ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ইউনিলিভারকেও ধন্যবাদ জানান মতিউর রহমান।

আগামী ১৫ নভেম্বর নকশার আয়োজনে সোনারগাঁ হোটেলের বলরুমে ব্রাইডাল শো অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শেষে উপস্থিত দর্শকদের ভোটে সুন্দর সাজের নারী ও পুরুষ নির্বাচিত হন যথাক্রমে শারমিন লাকী ও চিত্রনায়ক ফেরদৌস।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শুরু হয়ে মনোজ্ঞ এ অনুষ্ঠানটি শেষ হয় রাত সাড়ে সাতটায়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।