আমাদের কথা খুঁজে নিন

   

তুমি থাকো আমার চোখের তারায়



তুমি থাকো আমার চোখের তারায় লাউয়ের লকলকে ডাঁটা দেখলে আমি তোমার স্পর্শ পাই নদীতীরে বাতাসে দোলানো কাশফুল দেখলে তোমার স্পর্শ পাই আকাশে বাঁকা চাঁদ দেখলে তোমার স্পর্শ পাই রাত্রিশেষের মোহন প্রকৃতি দেখলে তোমাকে কাছে পাই তুমি কী লাউডগা, কাশফুল, বাঁকাচাঁদ আর রাত্রিশেষের নিথর প্রকৃতি ? !! কেনো তবে এসবের ভিতরে দিয়ে আসো__কেনো তবে কথা পাঠাও এদের ডাকপিয়ন বানিয়ে ? কেনো আমাকে তুমি উন্মনা করে তোলো ? কোন অলক্ষ্যে থাকো তুমি ? থাকি কী কাশফুলনদীতীরে জ্যোস্নাবুড়ির সাথে থাকো ? লাউডগার নরমকোমলতার ভিতর দিয়ে বড় হও তুমি ? তুমি প্রকৃতির অপরূপ রূপের ভীড়ে মিশে থাকো__না থাকো আমার চোখের তারায় ? ০৩.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.