আমাদের কথা খুঁজে নিন

   

বক্ষ জোড়া পক্ষির মত উড়াল দিবার চায়

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। গেরামের ফোন আসলের গেরামের না। এখন হগলতেই এইটা ব্যবহার করেন। তারা সোলোগান বদলাইছে।

বইলতেছে চলো বহুদূর। ভালা কতা। চলি বহুদূরে কিন্তু রাঙ্গামাটি লেকের উপরে (সম্ভবত) যে মাইয়াটা গাছের ওপর একটা খারা করাইয়া দৌড়ের ভঙ্গি করছে, তারে দেখছেন? কী অবস্থা! বড়ই বেশামাল। বক্ষ জোড়া পক্ষির মত উড়াল দিবার চায়। চলো বহুদূরে যাই।

এমতে কি আর বহুদূর যাওন যাইবো। জানি না। তয় আমরা এই রকম বিজ্ঞাপনের পক্ষে থাকতে পারি না। তাইলেই কি আর না থাইকলেই কি বহুজাতিক এ কোম্পানি তার অ্যাড দিবোই। আমরা দেহুম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.