আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা তোমার সাথে প্রথম যেদিন দেখা হলো অনেকক্ষন তাঁকিয়ে ছিলাম তোমার ঐ দুই চোখের দৃষ্টিতে। হয়তো বোঁকার মতো নিজেকে খুঁজতে চেষ্টা করছিলাম তোমার চোখে, খুঁজতে চেষ্টা করছিলাম আমার প্রতি তোমার অনূভব। কতটুকু পেরেছি তা জানি না। তবুও তাকিয়ে থেকেছিলাম। হ্যাঁ তুমি 'না' বলার পরও তাকিয়ে ছিলাম।
সত্যি তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে আমার খুব বেশি ভালো লাগছিলো। তাঁকিয়ে তাঁকিয়ে ভাবছিলাম যদি এমন করে সারাজীবন তাঁকিয়ে থাকতে পারতাম মন্দ হতো না।
রবীন্দ্রনার্থের একটা গান মনে পড়ে গেলঃ
"চোখে আমার তৃষ্ণা ... ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে...."
সত্যি কথা বলতে কী তোমার চোখের দিকে তাকিয়ে তৃষ্ণা মেটাতে চাইছিলাম।
নিজের উপর বড্ড বেশি হাসি পাচ্ছে ঐ পাগলামিটুকুর কথা মনে পড়ে। তোমার কাছেও হয়তো ঐ রকমি কিছু মনে হচ্ছিল।
কিন্তু কী করব বল, আমি যে এই রকমই।
এটা সত্যি যে আমি কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে চেষ্টা করছিলাম নিজের অনুভবটুকু চোখের ইঙ্গিতে তোমার কাছে পৌছে দিতে। আচ্ছা তুমি কী বুঝতে পেরেছিলে আমার না বলা অনূভুতিগুলো?
কেন যেন মনে হয় পারনি
হয়তো সেই চেষ্টা তোমার মাঝে ছিলো না
জানি কখনো তোমার হাত ধরে
হবেনা আমার ...
সুবজ ঘাঁসের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া!!!
হবেনা তোমার চোঁখের দিকে তাঁকিয়ে ...
তোমার গান শুনা...কবিতা শুনা... !!!
তোমাকে আপন করে পাওয়ার অনেক ইচ্ছে ছিলো
কিন্তু আমি জানতাম না যে তুমি সেই অধিকার আমাকে দেওনি
হয়তোবা ভালোবাসি বলেছো কিন্তু কখনোকি আমাকে আপন করে পাওয়ার ইচ্ছে তোমার হয়নি।
ইচ্ছে ছিলো না।
জানি না এ কেমন ভালোবাসা আমার প্রতি তোমার?
তাহলে কী এতো দূর্বল ছিলো আমাদের ভালোবাসায়?
তাহলে কী ভান ছিলো তোমার আমার মধ্যে ভালোবাসি বলায়?
আমি হয়তো তোমার যোগ্য নই
তাতে ক্ষতি নেই
তোমাকে কখনো হাত বাঁড়িয়ে ছোঁব না ....
কিন্তু আমার মন বাঁড়িয়ে ছোঁব..
দুঃখ দিয়ে ছোঁব..
তবুও তোমাকেই ভালোবাসি ...
তোমাকে ভালোবাসি ...
তোমাকেই ভালোবসি ...!!
হয়তো ভালোবেসে যাবে।
"চোখে আমার তৃষ্ণা ... ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে...."
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।