প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই খেলোয়াড় সকালে হোটেলের বাথরুমে গিয়ে আটকে পড়ার পর টুইটারের বন্ধুদের তা জানান। পরে হোটেল কর্তৃপক্ষ সেখান থেকে তাকে উদ্ধার করে।
আটকে যাওয়ার পর তিনি সঙ্গে থাকা স্মার্টফোন থেকে টুইটারে পোস্ট করেন, “আমি বাথরুমে আটকে আছি, বের হতে পারছি না।”
এতে অন্যপ্রান্ত থেকে টুইটারে বন্ধুরা হাসাহাসি করে। এরপর খবর পায় হোটেল কর্তৃপক্ষ। পরবর্তীতে হোটেলে নিয়োজিত টিম বাইরে থেকে বাথরুমের দরজা খোলার চেষ্টা করলে সেখানেও সমস্যা হওয়ায় দরজা খোলা যাচ্ছিল না।
বাথরুমের দরজা নিচে নেমে যাওয়ায় পরে আরও কিছু উদ্ধার সরঞ্জামাদি এনে প্রায় ৪৫ মিনিট পর সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ওয়ার্ডকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।