জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন
গত শুক্রবার থেকে অনেক রে তেলাইলাম , অনুরোধ করলাম উধাও মুভিটা দেখতে যাবার জন্য । তাঁর এই প্রবলেম , ওনার সেই প্রবলেম ...... এই করে করে আর কেউ গেল না ।
আবার ফর্মুলা মার্কা মুভি মানে ৬ টা গান , ৫ টা ফাইট , আর শেষে নায়ক নায়িকার মিলনের মুভি দেখে যারা অভ্যস্ত তাদের কেউ এই মুভি দেখতেও আগ্রহীও হল না । তাই নিজে একাই দেখে আসলাম । মুভিটাকে এক কথায় বলবো এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সেরা থ্রিলার মুভি । আবার থ্রিলার মুভি বলে ভাববেন না ধুন্ধুমার অ্যাকশন আর ভায়লেন্সের ছড়াছড়ি । এই মুভিতে সব কিছুর ই ইঙ্গিত আছে , তবে উপস্থাপন পুরোপুরি ভিন্ন ।
পরিচালকের কাজে মুগ্ধ । দারুন সব ক্যামেরার কাজে ঢাকা শহর আর গ্রাম কে অন্যরকম ভাবে দেখলাম । ব্যাকগ্রাউন্ড মিউজিক এত্ত ভাল , মনেই হয়নি কোন বাংলা মুভি দেখছি । পুরো মুভিতে রাপ গায়ক ফকির লাল মিয়ার একটা গান আছে , তাও হাফ মিনিটের হবে । কিন্তু চমৎকার সব ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিভাবে যে ১ ঘণ্টা ৩৮ মিনিট কেটে গেল ......... আহা ।
আর শেষ টা ? নারে ভাই এমন সমাপ্তি আগে দেখেন নাই বাংলা মুভিতে ...... এটুকু বলতে পারি । কি এতটুকু পড়ে মুভি দেখার ইচ্ছা জাগছে ? তবে সাবধান একটু ধৈর্য ধরে মুভিটা দেখতে হবে । বিশেষ করে বিরতির আগ পর্যন্ত কার ও কার ও একটু বিরক্তি ও লাগতে পারে । মনে করবেন কাহিনীর গভীরে ঢুকতে এর সব ছিল ভূমিকা । কারন মুভিটা দেখতে দেখতে যা ভাবছিলাম তাই সত্যি হল , বিরতির আগেই এক তৃতীয়াংশ দর্শক সিট ছেড়ে উঠে গেল ।
তবে কথা দিলাম বিরতির পরে বিরক্তি কেটে যাবে । যাদের হালকা মুভি ভাল লাগে , তাদের না যাওয়াই ভাল । মুভির অনেক কিছু যারা গভীর ভাবে পর্যবেক্ষণ করেন , তাদের জন্য এই মুভি আদর্শ । পরিচালকের প্রথম কাজেই ভাল কারিশমা দেখিয়েছেন , অমিত আশরাফের পরবর্তী কাজ দেখার অপেক্ষায় থাকব । আর যারা অভিনয় করেছেন তাদের ভেতর শাহেদ আলি আর অনিমেষ আইচ তো ...... চরম , বাকিরাও যথেষ্ট ভাল ।
ডায়ালগ আর সিকোয়েন্স গুলোতে বিদেশী মুভির ছায়া , বিশেষ করে ফরাসি মুভির মত মনে হয়েছে । মুভির বড় শক্তি কাহিনী । উধাও মুভি একটি ভিন্নধর্মী মৌলিক গল্পের মুভি । আর পরিবেশনা দারুন । আর বাংলা মুভিতে সাধারনত প্রেডিকশন যা করি তাই হয় বেশিরভাগ ক্ষেত্রে , তবে এই মুভিতে রয়েছে চমক ।
যা ভাববেন তা সবসময় হবেনা । এই ভিন্নতাই মুভিটাকে নিয়ে গেছে অন্য এক মাত্রায় । সব মিলিয়ে হয়ত আমজনতার মুভি না , বোদ্ধা দর্শক ই মনে হয় পরিচালকের টার্গেট ছিল । কিন্তু অসাধারন একটা কাজ হয়েছে বলা যায় । মুভি দেখে অনেকের প্রতিক্রিয়া মিশ্র ।
তবে আমি বলতে পারি - আমার ভাল লেগেছে , একটু বেশি ই লেগেছে । এর কারন মনে হয় এই মুভির কাহিনী , কনটেন্ট আর পরিবেশনা ......... যা এক কথায় ব্রিলিয়ান্ট ।
মুভিটা সম্পর্কে আর তথ্য পেতে ভিজিট করতে পারেন ঃ http://udhaomovie.wordpress.com/ আর ফেসবুক পেজ এ ও ঘুরে আসতে পারেন ঃ https://www.facebook.com/udhaofilm
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।