আমাদের কথা খুঁজে নিন

   

শারদীয় দুর্গোৎসব আজ শুরু

দুর্গা দেবীর বোধন আজ, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ হবে সোমবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে। দেশব্যাপী শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে শুক্রবার মহালয়া থেকে মণ্ডপে-মণ্ডপে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক অবস্থান নিয়েছে। সনাতন পঞ্জিকা মতে, আজ সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠী, বোধন ও ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। সে অনুযায়ী কাসর, ঘণ্টা, ঢাক, ঢোল, শঙ্খধ্বনি ও প্রার্থনার মধ্যদিয়ে মণ্ডপগুলোতে প্রতিমা স্থাপন করা হবে। আর এর মধ্যদিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের মূল পর্ব। দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলো ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আলোকসজ্জা ও নানা উপাদানে বর্ণিল করে সাজানো হয়েছে পূজা মণ্ডপগুলো। মহানগর সার্বজনীন পূজা কমিটি সূত্র জানায়, আজ বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী উপস্থিত থেকে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করবেন। এছাড়া পূজা চলাকালীন সময়ে অঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ আরতি ও সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে। দেশজুড়ে পূজা মণ্ডপগুলোতে প্রসাদ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, আরতি প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের ছবি অাঁকা প্রতিযোগিতা ও আলোচনাসভাসহ অন্য কর্মসূচির আয়োজন করা হবে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যন ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এক বাণীতে হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.