কুমিল্লার বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ৯ নম্বর কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর সোমবার এ সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পেট্রোবাংলার পরিচালক এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, বাপেঙ্রে ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাকী, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। ড. হোসেন মনসুর বলেন, ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হলেও গ্যাসের চাপ ভালো থাকায় ভবিষ্যতে এই কূপ থেকে দিনে ২০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা সম্ভব হবে। উল্লেখ্য চলতি বছরের ১৯ মে এ কূপের খননকাজ শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।