আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপে বসার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের আস্থা অর্জন ও নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন সংশোধন করা নিয়েই এ সংলাপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর-নভেম্বরের মধ্যে সংলাপ করেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় ইসি। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। কিন্তু ওই সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ মহাজোটের অন্যান্য শরিকরা অংশ নিলেও প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াত অংশ নেয়নি। সম্প্রতি নির্বাচন কমিশন নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় সংসদ নির্বাচনের আগে বিএনপি ইসির সংলাপে বসবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। জানা গেছে, নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক সমঝোতা বা সংলাপের বিপরীতমুখী অবস্থান বিরাজ করলেও 'নির্বাচন ইস্যুতে' ভোটের আগে দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছে ইসি। ভোটের নানা ইস্যুতে প্রয়োজন হলে এ সংলাপ হবে বলে জানান একজন নির্বাচন কমিশনার। নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচনের বিষয়ে সার্বিক ধারণা নেওয়ার জন্য ভোটের অন্তত ২৫ দিন আগে নিবন্ধিত রাজনৈতিক দল এবং ৩৫ দিন আগে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কর্মপরিকল্পনা দিয়েছে ইসি সচিবালয়। দশম জাতীয় নির্বাচনের এ কর্মপরিকল্পনা কমিশনের ২৪তম সভায় অনুমোদিত হয়। আগামী ২৬ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বর্তমান সরকারের অধীনে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির পর নির্বাচন পদ্ধতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ- বিরোধী দল বিএনপির মধ্যে বিপরীতমুখী অবস্থান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ীই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শেষ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল সংসদে আনার দাবি জানিয়েছেন। রাজনৈতিক এ সংকটাবস্থায় কূটনৈতিকসহ দেশের বিভিন্নমহল থেকে দলগুলোয় সংলাপ করার জোর দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রস্তুতির সুবিধার্থে রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধান চান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। নির্বাচন কমিশন 'নির্বাচন পদ্ধতি' নিয়ে কোনো কিছু করার এখতিয়ার না রাখলেও 'নির্বাচন ইস্যুতে' সংলাপের কথা ভাবছে ইসি। সিইসি কাজী রকিব অবশ্য ইসির সংলাপ বিষয়ে ইতোমধ্যে বলেছেন, সময় এলেই তা দেখা যাবে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আমাদের অন্যতম স্টেকহোল্ডার রাজনৈতিক দল। তাদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রয়োজন বোধ করলে তফসিল ঘোষণার আগে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমরা। নির্বাচন করার জন্য দলগুলোর পরামর্শ নেওয়া উচিত মনে করলেই সে সংলাপের আয়োজন করা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।