আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে চিকিৎসক ধর্মঘট অব্যাহত, দুর্ভোগে র

তিন দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন কর্মবিরতিতে থাকা ইন্টার্নি চিকিৎসকরা। এ সময় বক্তব্যে ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশেনের সভাপতি ডা. রিজু আহমেদ বিপ্লব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। স্মারকলিপিতে লুট হওয়া ল্যাপটপ, টাকা ও মোবাইল উদ্ধার, জড়িতদের গ্রেফতার এবং ডা. মিলন ছাত্রাবাসে সার্বক্ষণিক প্রহরী নিয়োগের দাবি জানানো হয়। একই দাবিতে তারা হাসপাতালের ভিতরে কয়েক দফা মিছিল করেন।

এদিকে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের নিয়ে দুটি টিম গঠন করেছেন। যারা পালাক্রমে দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, রবিবার বেলা ১১টায় ডা. মিলন ছাত্রাবাসে এক দল বহিরাগত সন্ত্রাসী ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে ইন্টার্নি চিকিৎসক রিয়াদ ও সিদ্দিকের দুটি ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ধ্যা ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নি চিকিৎসকরা। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবদুস সালাম বলেন, ইন্টার্নি চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত। ২-১ দিনের মধ্যেই এর সমাধান করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.