আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
আঁধার রাত্রি এসেছে নেমে,
এই ত্রি-ভুবনে।
প্রকৃতি হয়েছে বিবাগী,
আপন সত্তাকে ভুলে।
সত্য সুন্দরের কুলখানি,
রচিছে ক্রন্দন এই জনপদে।
বিবেকটাও যে হারাতে বসেছে,
মিথ্যের অবাধ যৌনাচারে।
পরিত্রান মেলে না তব,
সাধারণ মিনারেল ওয়াটারে।
কোথায় ভ্রাতিত্ব কোথায় বন্ধুত্ব,
সবই যে বেজায় ক্ষতিগ্রস্ত____
যেদিকেই তাকাই শুধু ব্যক্তিস্বার্থ।
সাঁতরে তবু পাড় খুঁজছি উঠার,
সমস্বরে সবি কাণ্ডারি হুঁশিয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।