আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ ফুটবলারদের দুর্দান্ত জয়

বৃহস্পতিবার ইরাকের এরবিলে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে বাংলাদেশের জয়ের নায়ক রুবেল। শেষ বাঁশির কিছুক্ষণ আগে জয়সূচক গোলটি করেন তিনি। প্রথম ম্যাচে স্বাগতিক ইরাকের কাছে বিধ্বস্ত হওয়া বাংলাদেশের সংগ্রহ তিন পয়েন্ট। কুয়েতেরও তা-ই। তবে গোল গড়ে বাংলাদেশের (-৫) চেয়ে অনেক এগিয়ে আছে কুয়েত (+১) দুই ম্যাচেই জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইরাক।

গ্রুপের অন্য দল পাকিস্তানের শূন্য পয়েন্ট। শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সেদিনই ইরাক খেলবে কুয়েতের বিপক্ষে। বাছাই পর্বের ৯টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৬টি রানার্স-আপ চূড়ান্ত পর্বে খেলবে। আগামী বছরের ৫ থেকে ২২ অক্টোবর মায়ানমারে চূড়ান্ত পর্ব হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।