আমাদের কথা খুঁজে নিন

   

সেঞ্চুরি হলো না বিজয়ের

আলোক স্বল্পতার জন্য প্রথম দিন ডারবান টেস্টে খেলা হয়েছে মাত্র ৬১ ওভার। পুরোটা সময়ই দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করেছেন ভারতের দুই ব্যাটসম্যান মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনও বিরূপ আবহাওয়ার জন্য খেলা শুরু হতে দেরি হয়েছে। লাঞ্চের আগে খেলাই মাঠে গড়ায়নি। দুই অপরাজিত ব্যাটসম্যান বিজয়-পূজারা আগের দিন যেখানে শেষ করেছিলেন কাল যেন সেখান থেকেই শুরু করেছিলেন।

কিন্তু দ্রুতই পাল্টে গেল দৃশ্যপট। ১৯৮ রান থেকে ১৯৯, এই এক রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় ভারত। আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা মুরালি বিজয় প্যাভিলিয়নে ফিরেন তিন রানের আক্ষেপ নিয়ে। নার্ভাস নাইটির শিকার হয়ে কাল ভারতীয় এই তারকা সেঞ্চুরি মিস করেছেন। আউট হয়েছেন ৯৭ রানে।

ডেল স্টেইনের করা শট বল গ্লোভসে লেগে উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সের হাতে চলে যায়। কিন্তু বিজয়ের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে, বলটি তার গ্লোভস স্পর্শ করেনি। বিজয়ের আগেই সাজঘরে ফেরেন পূজারা। পর পর দুই ওভারে পূজারা ও বিজয়কে আউট করে খেলার গতিই বদলে দেন ডেল স্টেইন। বিজয় ২২৬ বলে ১৮ বাউন্ডারিতে করেন ৯৭ রান।

পূজারা ৭০ রান করেন ১৩২ বলে। এরপর উইকেটে গিয়ে দাঁড়াতেই পারেনি রোহিত শর্মা। প্রথম সরাসরি বোল্ড হয়ে যান। এরপর কোহলির সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন অজিঙ্কা রাহানে। অবশ্য ৪৬ রানে কোহলিকেও বিদায় করে দেন মরকেল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩৪ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৫ রান।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.