আসন্ন ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে এবার রাজশাহী মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুরো মহানগরী থাকবে নিরাপত্তার চাদরে মোড়া। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের এই দুটি বড় ধর্মীয় উৎসব ঘিরে এ উদ্যোগ নিয়েছে আরএমপি। আরএমপির আলাদা আদেশে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল থেকে আগামীকাল পর্যন্ত রাজশাহী মহানগরীতে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকর দ্রব্য বিক্রি, বহন ও ফোটানো নিষিদ্ধ করেছে পুলিশ। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এদিকে ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নগরীর যান ও মানুষ চলাচল নির্বিঘ্ন রাখতে জিরোপয়েন্ট ও মনিচত্বর মোড়ে 'ইউটার্ন এবং রাইট টার্ন নিষিদ্ধ করা হয়েছে। জিরোপয়েন্ট থেকে মনিচত্বর পর্যন্ত রাস্তার দুই ধারে সব ধরনের যানবাহন পার্কিংও নিষিদ্ধ করা হয়।
প্রয়োজনে ক্রেতাদের জামাল সুপার মার্কেটের পূর্ব দিকে এবং রাজশাহী কলেজের পশ্চিমে গাড়ি পার্কিং করতে পারবে।
নিউমার্কেটে আগত গাড়িগুলো পার্কিং করতে পারবে বিন্দুর মোড় গোরস্তানের পাশে।
এতে আরও উল্লেখ করা হয়, সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাক ও বাসসহ সব ভারী যানবাহন মহানগরীর মার্কেট এলাকায় ঢুকতে পারবে না। ইমা, ব্যাটারি চালিত অটোরিকশা, সিনএজিসহ হালকা যানবাহন কোনো অবস্থায় যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো করতে পারবে না।
মার্কেট এলাকা সংলগ্ন রাস্তায় কোনো প্রকার হকার, ভ্যান ও রিকশা দাঁড়াতে পারবে না। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে কোনো রাস্তা এবং রাস্তার মোড়ে সভা-সমাবেশ করা যাবে না।
রাজশাহী সিটি করপোরেশনের নিবন্ধন ছাড়া অন্য কোনো রিকশা-ভ্যান ঢুকতে পারবে না নগরীতে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ জানান, মহানগরবাসী পূজা ও ঈদে শান্তি এবং সৌহার্দপূর্ণ পরিবেশে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর বাইরে গিয়ে কেউ নাশকতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।