আমাদের কথা খুঁজে নিন

   

আইভরি কোস্টের সামনে বিশ্বকাপের হাতছানি

আরেক স্বাগতিক বার্কিনা ফাসো অবশ্য সহজে জিততে পারেনি। বিতর্কিত পেনাল্টির ‘আশীর্বাদে’ কখনো বিশ্বকাপে না খেলা পশ্চিম আফ্রিকার দেশটি ৩-২ গোলে জিতেছে আলজেরিয়ার বিপক্ষে। ঘরের মাঠ আবিদজানে পঞ্চম মিনিটে দ্রগবার সফল পেনাল্টি এগিয়ে দেয় আইভরি কোস্টকে। ১৪ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার সলোমন কালু।

ইনজুরি সময়ে সেনেগালের সান্ত্বনাসূচক গোলদাতা স্ট্রাইকার পাপিস সিসে। বার্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে দু-দুবার সমতা নিয়ে এসেও এক বিতর্কিত সিদ্ধান্তে হারের হতাশায় পুড়তে হয়েছে আলজেরিয়াকে। বিরতির ঠিক আগে মিডফিল্ডার জোনাথন পিত্রোইপার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই মিডফিল্ডার সোফিয়ান ফেঘুলি সমতায় ফেরান অতিথিদের। ৬৫ মিনিটে আবার বার্কিনা ফাসোকে এগিয়ে দেন মিডফিল্ডার জাকারিজা কোনে।

কিন্তু চার মিনিট পর মিডফিল্ডার কার্ল মেদিয়ানির লক্ষ্যভেদ দ্বিতীয় বারের মতো সমতা নিয়ে আসে ম্যাচে। ২-২ সমতায় এগিয়ে চলা ম্যাচে ৮৬ মিনিটের সময় বিতর্কিত ঘটনাটার জন্ম। প্রতিপক্ষের একটি শট বক্সের মধ্যে বুক দিয়ে ঠেকিয়েছিলেন আলজেরিয়ার ডিফেন্ডার এসায়েদ বেলকালেম। তবে সহকারী রেফারি জানান, বল তার হাতে লেগেছিল। টিভি রিপ্লেতে অবশ্য পরিষ্কার দেখা গেছে বল হাতে নয়, বুকে লেগেছে।

কিন্তু রেফারি তার সহকারীর কথা মেনে নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে বার্কিনা ফাসোর জয়সূচক গোলদাতা স্ট্রাইকার আরিসতিদ বানসে। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে ১০ দলের দুই লেগের প্লে-অফ লড়াই শেষে পাঁচটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.