আমাদের কথা খুঁজে নিন

   

বৈঠক ডেকেছেন খালেদা

আগামী ১৯ অক্টোবর শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। পরদিন রাতে ১৮ দলীয় জোটের সঙ্গে বসবেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “নির্দলীয় সরকারের দাবিতে যে আন্দোলন চলছে, তার কর্মসূচি চূড়ান্ত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। আগামী ২৫ অক্টোবরের জনসভায় ওই কর্মসূচির ঘোষণা দেবেন বিরোধীদলীয় নেতা। ”
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনের দিন গণনার শুরুতে ঢাকায় জনসভার ঘোষণা দিয়েছে।

সেই জনসভায় বাধা দেয়া হলে সশস্ত্র প্রতিরোধের হুমকিও দিয়েছে তারা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ; সংসদও বহাল থাকবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। তবে সরকারি দল সেই দাবি প্রত্যাখ্যান করে সংবিধান অনুসরণ করেই নির্বাচনের কথা বলছে।


সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে কার্যউপদেষ্টা কমিটির।
এর মধ্যে নির্দলীয় সরকার পদ্ধতির বিল সংসদে পাস না করলে ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। তবে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের বলেছেন, সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবরের পরও চলবে।  
দুই দলের পাল্টাপাল্টি অবস্থান এবং প্রস্তুতিতে ২৫ অক্টোবর নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ঢাকা মহানগর কমিটির এক যৌথসভায় ২৫ অক্টোবর ‘ফাইনাল খেলা’র  প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।


ওই সভায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ২০০৭ সালের ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন, “পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা-কুড়াল-বল্লম-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ”
২৫ অক্টোবরের জনসভা সফল করতে বিএনপির সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি নিয়েছে। ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবরের আগে বিভিন্ন সংগঠন সভা করবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।