আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে] ;

ভালো থাকার চেষ্টা করি সদা

১ তোর হাসিতে রংধনু ভাল্লাগে তোর সব অনু-পরমানু। ২ আমার হাতে হাত রাখলেই যাবে না তোর জাত ক্ষতি যা আমারই হবে কাটবে ঘুমহীন রাত। ৩ ঘুমহীন চোখ বুকে গভীর শোক। ৪ মনের জলে আগুন একটু ভালোবাসুন। ৫ তোর হাসি দেখলেই বাড়ে আমার হার্ট-রেট দে না খুলে তোর মনের ঘরের প্রবেশ গেট। ৬ তোর চোখে আমার প্রতি শত অনুরাগ তোর বিরহে মনের কোণে গভীর ক্ষত দাগ। ৭ চাঁদের ভিতর তুই জ্যোৎস্না আলোয় ছুঁই। বিঃদ্রঃ সবাইকে হাম্বা মুবারক।ঈদ কাটুক ফুল গরুময়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।