এক ছিল রাজা, এক ছিল রানী
দুজনে মিলে খালি করত কানাকানি
রাজার মেয়ে ভাবল, বাবা-মা কি বলছে না জানি
বিয়ের জন্য বাজে ছেলে ধরবে তারা আনি!!!
চাই না তার রাজপুত্র হীরে জহরত দামী
তাও কেন বাবা মা এত করছে কানাকানি?
রাজকন্যা জানালায় দাঁড়িয়ে, চোখে তার পানি
রাজপুত্র না, সে চায় বন্ধু হবে যিনি
এমন কেউ আসুক না!! হয়ে থাকবে ঋণী।।
চাঁদকে তার লাগে ভালো কতকাল ধরে চিনি
হীরার জন্য চাঁদকে নিয়ে করবে ছিনিমিনি!!!
তাও কেন বাবা-মা করছে এত কানাকানি
ওদিকে রাজা রানির চলছে জটিল কানাকানি
বলছে রানী, ‘শুনছ রাজা!! পাশের রাজপুত্র দানী’
বলল রাজা, ‘ওহে রানী, কথা বলছ খুবই ফানি
আমার রাজ্য দান করে কোত্থেকে কে হবে দানী
সহ্য করবো আমি!! একি কথা চাট্টিখানি!!!’
দমে গিয়ে রানী বলে, ‘ঠিক আছে! তুমিই বল কে হবে উনি’
রাজাও ভাবে, কে কে কে!! কিনি কিনি কিনি!!!
মনমত কিন্তু লোকটাকে হতে হবে মানী
এইটুকু লিখে মনে হল এরপর কী হবে তা আমি না জানি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।