আমাদের কথা খুঁজে নিন

   

‘শুধু লাল টেলিফোনে কেন চেষ্টা করলেন’

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান দুই নেত্রীর টেলিফোন আলাপ শেষে খালেদা জিয়াকে উদ্ধৃত করে এ কথা জানান।   
শনিবার দুপুরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী টেলিফোন করলেও বিরোধীদলীয় পাওয়া যায়নি বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
পরে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়, লাল টেলিফোনটি বিকল। সন্ধ্যা ৬টার দিকে ফের ফোন দিয়ে ৩৭ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী।
মারুফ কামাল খান বলেন, “বিরোধীদলীয় নেতা বলেছেন, এই লাল টেলিফোনটি দীর্ঘদিন ধরে বিকল পড়ে আছে।

বারবার অভিযোগ করলেও তা সচল করা হয়নি। আজ সংবাদকর্মীদের ডেকে তা দেখানো হয়েছে। এই টেলিফোনটি মৃত, কোনো সাড়া শব্দ নেই। ”
“আপনি যদি আন্তরিকভাবে আমার সঙ্গে দিনে বা গতকাল রাতে কথা বলতে চাইতেন, তাহলে আজকের যুগে অনেক মাধ্যম আছে, তা দিয়ে করতে পারতেন। যে মাধ্যম দিয়ে আপনার স্টাফরা আমার স্টাফদের সঙ্গে কথা বলেছেন।

আপনি সারা দিন এক লাল টেলিফোনে চেষ্টা করেছেন, তা ঠিক হয়নি। ”
এদিকে খালেদা জিয়াকে ফোন করে শেখ হাসিনা বলেন, “আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি রেড টেলিফোন থেকে নিজের হাতে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত যে আপনি ধরতে পারেননি।


“ফোন ডেড, না কি ডেড করে রাখা হয়েছে, বলতে পারছি না। আগামীকাল আমি দেখব। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.