যে যেখানে আছেন, সবাই প্রস্তুত হোন। আমার এই নির্দেশনা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পৌঁছে দিন প্রকৃত প্রপকের নিকট। ফেসবুক, টুইটার, ব্লগ যার পক্ষে যেভাবে সম্ভব [যার যা আছে তা নিয়েই ঝাপিয়ে পড়ুন] সেভাবেই। শর্ত হচ্ছে অতি গোপনীয়তা রক্ষা করে। কারণ গোয়েন্দারা এখন অনেক বেশি সতর্ক।
আমি আগেও বলেছি, এখনো বলছি- দুশ্চিন্তার কারণ নেই। ধর্ম ও ইসলাম এ দেশের লক্ষ-কোটি গণমানুষের অন্তরে লালিত। এটা কেউ মুছে দিতে পারবে না, বরং কেউ চেষ্টা করলে নিশ্চিত বুমেরাং হবে। তাই হেফাজত নেতাকর্মী ও মাঠ পর্যায়ের ওলামা-তুলাবাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা নিশ্চিন্তে ধর্ম-কর্ম করুন। রাজপথের এই সংঘাত-সংঘর্ষে আমাদের জড়াবার কোনোই প্রয়োজন নেই।
আমরা যদি ঠিকমতো আমাদের দায়িত্বটুকু শান্তিপূর্ণভাবে পালন করি, তাহলেই আমাদের কোনো সমস্যা থাকবে না। আপাতত এই সংঘাতমুখর রাজনীতি থেকে আমাদের দূরে থাকাই শ্রেয়।
আওয়ামী লীগ ভুল করলে অপরাপর রাজনৈতিক দলগুলোই মোকাবেলা করবে। আর জনগণও এখন অনেকটা সচেতন। আর যদি জনগণ তাদের দায়িত্বটুকু পালন না করে, তাহলে এর কুফল জনগণকে ভোগ করতে হবে।
আল্লাহ আমাদের পুলিশ বানিয়ে পাঠাননি। কেউ স্বেচ্ছায় নিজের ক্ষতি করতে চাইলে আমাদের তেমন কিছু করার থাকে না।
আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে যত টালবাহানা করবে, ভবিষ্যৎ তাদের তত অন্ধকার হবে। তাহলে আমরা কেন গায়ে পড়ে তাদের বাঁচাতে গিয়ে নিজেরা মরব? সুতরাং তারা চাইলে তাদের মারামারি করতে দিন। উভয়পক্ষ আমাদের কাছে বিচার নিয়ে আসলে অবশ্য আমরা দেখব।
যাহোক, এ সময়টি আমাদের জন্য অত্যন্ত স্বস্তির সময়। আসুন, আমাদের লেখাপড়া, গবেষণা, ধর্ম-কর্ম আমরা পুরোদমে চালিয়ে যাই। আমি খুব রিলাক্স মুডে আছি। দীর্ঘ ব্যস্ততা শেষে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অবশ্য হাতে পয়সা-কুঁড়ি নেই।
কেউ সম্ভব হলে ফেবু ইনবক্সে নিজ দায়িত্বে কিছু পাঠিয়েন।
হেফাজত নেতাকর্মীদের প্রতি আমার ছয় দফা গোপন নির্দেশ
১/ প্রত্যহ ছয় ঘন্টা নাকে তৈল দিয়ে ঘুমান,
২/ সবার জন্য দোয়া করুন, নামাজ ও ইস্তেগফার করুন।
৩/ শান্ত থাকুন, ধৈর্য ধরুন। সবরকম বিশৃঙ্খলা, উস্কানীমূলক বক্তব্য পরিহার করুন। এসবের সঙ্গে আমাদের জড়ানোর ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকুন।
৪/ সংকট উত্তরণে সম্ভব হলে সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ নিয়ে আলাপ-আলোচনা করুন।
৫/ পরিস্থিতির সঠিক মূল্যায়ন করে ভুল থেকে শিক্ষা নিন।
৬/ শান্তিপূর্ণ ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করুন। জনগণকে সংঘাত-সংঘর্ষ থেকে বিরত রেখে নাগরিক দায়িত্ব পালন করুন। ____মা আসসালাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।