যে তুমি নিষেধাজ্ঞায়, আমায় একাকী কর; সে তোমার অপরাধ আমার বাধ্যগত নয়। তোমার দূরত্ব- তোমার দেয়া কথার মতোই দূরবর্তী। আসন্ন প্রয়াণে ও আমি প্রচ্ছন্ন ব্যতিক্রমে মেনে নিতে পারি। যন্ত্রনার আরেক পৃষ্ঠ যদি ভরিয়ে দিতে পারো মন্ত্রমুগ্ধ আবেগী সোহাগে। আমি নিতান্তই চর্মচক্ষুর মানুষ ছিলাম বলে, অব্যক্ত ছলনার গুঞ্জন দেখিনি চোখে মুখে। দেখতে পেলে হয়তো বুঝতাম, আমি যার জন্য প্রতীক্ষিত চাতক; আদৌ সে আমার ছিলোনা কোন কালে ! -প্রাণান্ত চৌধুরী আকাশ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।