আমাদের কথা খুঁজে নিন

   

একটি বহুল প্রতীক্ষিত ই- মেইলের গল্প।

বহু দূর যেতে হবে । আমার প্রথম পাতায় অনুমতি পাওয়ার গল্প। অপচয় করার মত যথেষ্ট সময় থাকলে পড়ুন না থাকলে এড়িয়ে যান। ১ বছর ৮ মাস আগে সামহ্যয়ার ইন ব্লগে একটা লিখা পড়ে কিছু কথা বলার প্রচণ্ড তাগিদ অনুভব করলাম, স্ক্রল করে মন্তব্য করতে গিয়ে দেখলাম আমাকে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশান করে লগ ইন হলাম, এখন দেখি সামহ্যয়ার ইন কর্তিপক্ষ দুঃখ প্রকাশ করে আমাকে জানালো আমি মন্তব্য করতে পারব না ৭ দিন আমাকে পর্যবেক্ষণে রাখা হবে তার পর মন্তব্য প্রধানের অনুমতি দেয়া হবে । ৭ দিন যায় ৭ মাস যায় আমি মন্তব্য লিখার অনুমতি পাই না ।

"অবশেষে ২/৬/৮ মাস পর সেইফ হলাম" জাতীয় লিখা পড়ি প্রথম পাতায় । কিন্তু আমি সেই সোনার হরিণের দেখা পাই না। ভাবলাম লিখতে শুরু করি, কি লিখব ভেবে পাই না। মাথায় কোন বিষয় নেই, আমার উদ্দেশ্য সেইফ হওয়ার জন্য কিছু লিখতে হবে বিষয় ভিত্তিক বস্তুনিস্ট কোন প্লট পাই না, দেশের রাজনৈতিক নুংরামি নিয়ে লিখতে রুচিতে বাধে। মনে হল ভ্রমণ সম্পর্কে কিছু লিখব তাই লিখার আগে অন্যদের লিখা পরা জরুরি।

সাহায্য চেয়ে আমার প্রথম লিখাটা পোস্ট করলাম ভ্রমন বিষয়ক লিখার লিঙ্ক চাই সাড়া পেলাম ভালো। অনেক ভ্রমণ পিপাশু লিখকদের ভালো ভালো লিখার লিঙ্ক পেলাম, পড়লাম, ভালো লাগলো। নিজের ভ্রমণ অভিজ্ঞতার ঝুড়ি হাতরে দেখি লিখার মত কিছু নাই । খুব পরিচিত ও জনপ্রিয় কিছু পর্যটন কেন্দ্রের বাইরের পৃথিবী আমার অচেনা । মনে পরল পরিচিত ভ্রমণ স্পট গুলূ আমারা কেমন করে ধ্বংস করে দিচ্ছি , প্রকৃতির এই অমূল্য সম্পদ বাচাতে কিছু লিখা দরকার।

বসে পরলাম লিখতে লিখে ও ফেল্লাম এই পথচলা যেন দীর্ঘজীবি হয় এই লিখা পোস্ট দেয়ার পর পর-ই বন্ধু নজরুল ফোন করে বল্ল সবুজ শহর এর জন্য কাজ করবে, সংগঠিত হয়ে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমাদের শহর কে সবুজে ভরে দিবে। সুন্দর স্বপ্ন কোন সন্দেহ নাই, কিন্তু আমি তাকে নিরুৎসাহিত করলাম । খুব বাজে ভাষায় তাকে বুঝালাম সরষেতে ভুত তুমি আমি সেই ভুত তাড়াতে পারব না । কিন্তু নজরুল নাছোড়বান্দা, শামীম, তানভীর আরও কিছু বন্ধু কে রাজি করে ফেল্ল , সবাই সবুজ শহরের স্বপ্নে বিভোর। নিজেকে আর আড়াল করে রাখা গেল না ।

যোগ দিলাম সবুজ শহরের জন্য স্বপ্নবাজদের দলে। লিখে ফেল্লাম সবুজ রক্ত দিন জীবন বাচান। ব্লগার দের সাহায্য চেয়ে পোস্ট করেসিলাম সাহায্য করুন। পরিবেশ সংরক্ষণে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে নিবন্ধন প্রক্রিয়া জানতে চাই। ঢাকায় অবস্থিত সরকারী / বেসরকারী স্কুল গুলুর নাম ও ফোন নাম্বার প্রয়োজন (সাহায্য করুন) যেহেতু আমার আওয়াজ প্রথম পাতায় পৌঁছাতে পারছিলনা, ভাঙতে পারছিলনা পর্যবেক্ষনের বাঁধ তাই সাহায্যে এগিয়ে আসেনি কেউ ডঃ মুহাম্মাদ ইউনুস স্যারের সামাজিক ফিকশন ধারনার উপর ব্রাক বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্য নিয়ে লিখতে গিয়ে খেই হারিয়ে ফেলছি কি লিখতে চেয়েছিলাম কি লিখলাম সামাজিক ফিকশন ধারণা ও যথার্থতা ।

বেশ কিছু লিখা লিখে ফেল্লাম কিন্তু সেইফ হচ্ছি না। অসাধারণ সব ব্লগারদের অসাধারণ সব লিখা পড়ি। মন্তব্য করতে পারি না । ব্লগ এর নিয়মাবলী সঙ্ক্রান্ত পোস্ট গুলিতে ও কমেন্ট করতে পারি না। লিখলামঃ অপমৃত্যুর অপেক্ষা।

আমার নাম উলম্ভ, আমি একটি গল্প বলবো, গল্পের নাম ঠিক করি নাই। শুধু সবার লিখা দেখি। কোথাও কোন মন্তব্য করতে পারি না , এইটা যে কি কষ্টের । নিজেকে বোবা মনে হয়। সব দেখি কিছু বলতে পারি না।

বাঁধ ভাঙ্গা আওয়াজে কথা বলতে এসে আমি বাকরুদ্ধ। অবশেষে আমি সেই বহুল প্রতীক্ষিত ই-মেইল "dear walkalone, thanks for starting a blog at somewhere in... blog, we have now approved your blog for front page postings. enjoy. have colourful blog moments, the blog team " এক বছর ৮ মাস পর সামহ্যেয়ার ইন ব্লগ কর্তিপক্ষ নিজেদের দুঃখ লাগব করে আমাকে মন্তব্য করার সুযোগ করে দিয়েছে। 'দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না' এর স্থলে একটা কমেন্ট বক্স যোগ করে দিয়েছে। ধন্যবাদ সামহ্যেয়ার ইন ব্লগ কর্তিপক্ষ। মাননীয় মডারেটর মন্তব্য প্রধান সবার জন্য উন্মুক্ত করে দেয়া যায় কিনা একটু ভেবে দেখবেন।

প্রয়োজনে পর্যবেক্ষণে থাকা ব্লগারদের মন্তব্য লেখক এর অনুমতি সাপেক্ষে প্রকাশ করা যেতে পারে। একটু ভেবে দেখবেন। সবার জন্য শুভ কামনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.