আমাদের কথা খুঁজে নিন

   

সবসময় ইতিবাচক মনোভাব থাকা উচিৎ।জীবন ক্ষণিকের। সবকিছু সময়ের আর সুযোগের সূত্র মেনে চলে কয়েকটা ব্যাপার খেয়াল করে বুঝা যায়।

টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] 1. অতিবৃষ্টি আমাদের জীবনের পরীক্ষাগুলোর কথা মনে করিয়ে দেয়। কখনই বৃষ্টি কমানোর অনুরোধ করা উচিৎ না, বরং একটি টেকসই ছাতা নেয়া উচিৎ। একেই ইতিবাচকতা বলে। 2. যখন বন্যা হয়, মাছ খাবার না পেয়ে পিপড়ে খায়, বন্যা চলে যাবার পর পিপড়ে মৃত মাছ খায়। শুধু সময়ের ব্যাপার।

মনে রাখবেনঃ আপনি আপনার সুযোগ পাবেন। তাই অন্যদের সুযোগ দেয়া উচিৎ। 3. কিছু মানুষ রয়েছে যারা সর্বদা আপনার পথে পাথর রাখবে বা কাটা। আপনি সেগুলো দিয়ে দেয়াল তুলবেন না কি সেতু বানাবেন সেটা আপনি ঠিক করুন। আসলে, আপনার জীবনের নির্মাতা তো আপনি নিজে।

4. সব সমস্যার নাকি (n+1) সমাধান আছে (আমার বাবার কথা) যেখানে n হলো সেইসব সমাধান যা আপনি চেষ্টা করেছেন। আর বাকি এক হলো সেটি যা এখনো করা হয়নি। এটাই জীবন, আশা হারাবেন না। 5. তাস খেলেছেন? সবার হাতে তো সবসময় ফেসকার্ড বা ভালো কার্ড থাকে না। থাকাটা খুব জরুরী না।

মূল বিষয় হলো আপনি কার্ডগুলো কিভাবে খেলবেন (জীবনে সব ভালো আপনার জন্য নয়, যেটুকু আপনার সেটুকু ভালোভাবে ব্যবহার করুন)। 6. আমার মা বলেন “সবকিছু শেষ হয়ে গেলো বলে কাদাঁ মোটেও ভালো না। আমরা End বলি আর বিধাতা আমাদের বলেন এটা একটা Bend বা বাঁক। তাই নিরাশ হওয়া উচিৎ নয় দুটোর মধ্যে পার্খক্য করতে পারাটাই নাকি জীবন”। দেখুন আমরা সহজেই নিরাশায় সমর্পণ করি নিজেদের।

এতোটা দুর্বল হওয়া উচিৎ নয় সবসময় গ্লাস অর্ধেক খালি না ভেবে অর্ধপূর্ণ ভাবা উচিৎ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।