আমাদের কথা খুঁজে নিন

   

কান্না ভুলে যাওয়া দুর্ভাগা জাতি



সর্বশেষ কবে কেঁদেছেন মনে করতে পারবেন ? আমার মনে নেই কবে কেঁদেছি । এ ভুমিতে এখন যুদ্ধ হচ্ছে । সবাই নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে তামাশা দেখছি । স্রেফ তামাশা । যারা এখনো এ ভাবনায় তৃপ্ত রয়েছেন যে – আমি তো কিছু করিনি, আপনার জন্য আমার শুভ কামনা রইল ।

যারা রাস্তা ঘাঁটে বেশুমার মরছে তাদের কয়জন কিংবা কে কি দোষ করেছিল বলতে পারবেন ? বিষয়টা হল আমাদের মধ্যে কেউ আগে বের হয়েছি কেউ পরে বের হবেন । জাস্ট এ টুকুই । যে যত দরিদ্র সে তত আগে বের হয় আদিম নিয়মে । উদ্দেশ্য সবার একই । মুদ্রা উপার্জন এবং বিনিময়ে খাদ্য সংগ্রহ ।

একটু অসতর্কতায় কেউ মরে রাস্তায় আর তাঁর গোষ্ঠী মরে অনাহারে- এই আর কি । চলুন কোরাস করে কাঁদি । একি, কেউ কাদছেন না কেন ? কবে কাঁদবেন ? ও আচ্ছা, আচ্ছা বুঝেছি । সন্তানের লাশ হাঁতে নিয়ে তবে তো কাঁদবেন । যারা প্রতিদিন মারা পড়ছে, যাদের মৃত দেহের উপর জান্তব পিশাচ উল্লাসের নৃত্য করছে তারা তো আপনার কেউ নয় ।

তাঁদের জন্য এতো আবেগের কিছু নেই । অপেক্ষা করুন । পুরো জাতি আজ এক পৈশাচিক জাতিতে পরিনত হয়েছে । এখানে খুনে খুনে উল্লাসের নৃত্য হয় । আপনি অপেক্ষা করুন ।

যে জাতি কাঁদতে ভুলে গেছে সে জাতি রক্তে তাঁর বিনিময় মুল্য দিবে – এটাই স্বাভাবিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.