আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

হ্যারিকেনের মতো গতিসম্পন্ন ঝড়ের তাণ্ডবে গত এক দিনে ইউরোপে মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাদের মধ্যে বেশির ভাগেরই মৃত্যু হয়েছে, গাছ আর বাড়ি চাপা পড়ে।

এর মধ্যে ব্রিটেনে পাঁচ, নেদারল্যান্ডস আর ডেনমার্কে এক জন করে এবং জার্মানিতে মারা গিয়েছেন পাঁচ জন। ফ্রান্সে এক জন পানিতে ভেসে গেছে।

এদিকে, আবহাওয়া দপ্তর একে হ্যারিকেন না বললেও অনেকটা হ্যারিকেনেরই মতো শক্তিসম্পন্ন ছিল এই ঝড় যার নাম দেওয়া হয়েছে সেন্ট জুড।

রেল লাইনের উপর গাছ উপড়ে, পানি জমে বিভিন্ন এলাকায় ট্রেন চলাচল বাতিল করতে হয়েছে। ব্রিটেন আর জার্মানিতে বাতিল হয়েছে বহু বিমান। ঝড়ের জেরে নানা আবর্জনা জমে গিয়ে দক্ষিণ ব্রিটেনের কেন্ট-এ একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দু’টি চুল্লিতে বিদ্যুৎ সেবা বন্ধ হয়ে যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.